চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। পূর্বে গেজেটে উল্লেখ করা ছিল, ট্যারিফ কার্যকর করার তারিখ ১৫ সেপ্টেম্বর। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নৌ উপদেষ্টা এটি এক মাস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ অক্টোবর রাত ১২টার পর বন্দরে আসা সব জাহাজের ভেসেল, কনটেইনার এবং কার্গোর বিল নতুন ট্যারিফ অনুযায়ী আদায় করা হবে। সিঅ্যান্ডএফ এজেন্টসহ সকল অংশীদারকেও নতুন হারে মাশুল পরিশোধ করতে হবে।
নতুন ট্যারিফ কার্যকর প্রক্রিয়ায় বিল প্রস্তুতিতে কোনো বিঘ্ন না ঘটার জন্য সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান, আইন মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী নতুন ট্যারিফ কার্যকর করা বাধ্যতামূলক। সুবিধাজনক প্রয়োগের জন্য বোর্ড কার্যকর হওয়ার তারিখ ১৫ অক্টোবর নির্ধারণ করেছে। নির্ধারিত সময় থেকে নতুন ট্যারিফ বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।