দুর্গাপূজা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, “যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন মানতে পারেননি, তারা পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্ত চলছে।”
তিনি আরও দাবি করেন, পাশের দেশ থেকেও দুর্গাপূজা নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে। তবে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এক হয়ে পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই শপথ নিয়েছে।
রিজভী সকলকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার আহ্বান জানিয়েছেন এবং দলমত নির্বিশেষে সহযোগিতার কথা উল্লেখ করেছেন।
অন্যদিকে, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে নয়, সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।