গৌরীপুর তদন্তকেন্দ্র পুলিশ মো. শাহ আলম ওরফে পা কাটা আলম (৩৬) কে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রাম থেকে তাকে ধরা হয়। তিনি ওই গ্রামের পোদ্দার বাড়ির মৃত বজলু মিয়ারের ছেলে এবং জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি। শনিবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী হত্যার মামলার এজাহারভূক্ত আসামি মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া সে এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।”
দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, “বৈষম্যবিরোধী হত্যার মামলার এজাহারভূক্ত মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
গ্রেপ্তারের এই ঘটনা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
