দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা দীর্ঘদিনের প্রেমের পর গোপনভাবে বাগদান সম্পন্ন করেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV রিপোর্টে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি রাশমিকা বা বিজয়; শুধু তাদের টিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই আলোচিত জুটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে পারেন।
দুজনই ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় লুকোছাপা রাখতে পছন্দ করেন। সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়ায় শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন, আর রাশমিকা শেয়ার করেছেন শাড়ি পরা ছবি, যা দেখেই অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার রাশমিকা নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশমীর শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেন, যেখানে তাকে চিরাচরিত ভারতীয় পোশাকে এবং কপালে তিলকসহ দেখা যায়।
দক্ষিণ ভারতে ক্যারিয়ার শুরু করলেও রাশমিকা বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। ‘ন্যাশনাল ক্র্যাশ’ খেতাব পাওয়া এই অভিনেত্রী ‘এক্সপ্রেশন কুইন’ নামেও পরিচিত। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দক্ষিণের ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’, এবং বলিউডের ‘অ্যানিম্যাল’। বিশেষ করে ‘ডিয়ার কমরেড’ ছবিতে বিজয়ের সঙ্গে তার জুটি সাড়া ফেলেছিল, যা তাদের সম্পর্কের সূত্রপাত বলে মনে করা হয়। এছাড়াও ‘গীতা গোবিন্দাম’ ছবিতেও বিজয়-রাশমিকার জুটি দর্শকদের মন জয় করেছিল।
