পাকিস্তান: হামাসের ট্রাম্প শান্তি পরিকল্পনার ইতিবাচক সাড়া স্বাগত

পাকিস্তান: হামাসের ট্রাম্প শান্তি পরিকল্পনার ইতিবাচক সাড়া স্বাগত

আন্তর্জাতিক

পাকিস্তান হামাসের ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন:

“এখনই যুদ্ধবিরতি হওয়া উচিত, ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান ঘটাতে হবে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তার প্রবাহে কোনো বাধা থাকা উচিত নয়। ইসরায়েলকে অবশ্যই তার হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।”

এর আগে দার উল্লেখ করেন, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ট্রাম্পের তৈরি ২০-দফা পরিকল্পনা গত মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি আরব ও মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়ার সঙ্গে এক নয়।

মার্কিন ও ইসরায়েলি নেতাদের ঘোষিত নতুন প্রস্তাবে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুরোধে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ইসরায়েলের সেনা প্রত্যাহারকে হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়াও ইসরায়েলকে একটি বাফার জোনে ধাপে ধাপে অবস্থান করার অনুমতি দেয়া হয়েছে, যতক্ষণ না “সন্ত্রাসী হুমকি” পুরোপুরি নির্মূল হয়।

পাকিস্তানের এ মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সহায়তা ও দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।