বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নীতিনির্ধারক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, গণপরিষদ বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক চাপিয়ে দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। তার মতে, জোরপূর্বক ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা দীর্ঘদিনের বৈঠক ও সংলাপকে প্রশ্নবিদ্ধ করবে।
রবিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ঐকমত্য আলোচনায় যদি ঘোরতর দ্বিমতকে ঐকমত্য হিসেবে ধরা হয়, তা গ্রহণযোগ্য নয়। যতটুকুতে সবাই একমত হয়েছে, কেবল সেই অংশকেই ঐকমত্য হিসেবে বিবেচনা করতে হবে।”
তিনি আরও বলেন, “সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিতে হবে। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে উল্লেখ করবে এবং নির্বাচিত হলে বাস্তবায়নের দায়িত্ব নেবে।”
রুহিন হোসেন প্রিন্স মনে করেন, বিতর্কিত বক্তব্য পরিহার করে সংক্ষিপ্ত ও গ্রহণযোগ্য ভাষায় সনদ লিখতে হবে, যাতে ভবিষ্যতে তা বাস্তবায়নযোগ্য থাকে এবং জাতীয় নির্বাচনের পথ সুগম হয়।
তার মতে, “জোর করে সনদে স্বাক্ষর করানোর চেষ্টা জনআকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে এবং ভবিষ্যৎ নির্বাচনে সংকট তৈরি করবে।”
