শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি-অনিয়ম শ্বেতপত্র প্রস্তুত: চৌধুরী রফিকুল

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি-অনিয়ম শ্বেতপত্র প্রস্তুত: চৌধুরী রফিকুল

জাতীয়

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের বিষয়ক শ্বেতপত্র প্রকাশের কাজ চলছে। এতে অন্তর্ভুক্ত থাকবে বিগত সরকারের সময় অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার জিপিএ ফাইভ, অবকাঠামোগত ও আর্থিক অনিয়ম এবং এমপিও করতে দলীয় প্রভাবিত বিষয়গুলো।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্ভুল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শুরু হয়েছে এবং এনসিটিবির বিধিমালা প্রণয়নের কার্যক্রমও চলমান রয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে।

চৌধুরী রফিকুল আবরার আরও বলেন, “অভ্যুত্থানের পর শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। আমরা চাই মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করতে। আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী হিসেবে গড়ে তুলতে চাই। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মননের বিকাশও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।” তিনি মাইস্টোন ট্রাজেডিতে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করেন।