বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের মাসের তুলনায় সাড়ে ১৬ কোটি ডলার বেশি। তথ্যটি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ১৬৩ কোটি ৪০ লাখ ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
গত আগস্টে প্রবাসী আয় ছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার, আর গত বছরের সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার। এতে দেখা যাচ্ছে, চলতি মাসে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈধ চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। এছাড়া ডলারের উচ্চ মূল্যও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করছে। ফলে কয়েক মাস ধরে প্রবাসী আয়ের ধারা ইতিবাচক রয়ে গেছে।
গত মার্চে প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে; ওই মাসে দেশে এসেছে ৩২৯ কোটি ডলার, যা এখনও এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ডে আছে। এরপর থেকে মাসিক রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়েনি।
বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার কমে আসা, অবৈধ হুন্ডি ব্যবসার হ্রাস এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের স্থিতিশীল বিনিময় হার বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধির প্রধান কারণ।
