জাতির আত্মমর্যাদা ও স্বাধীনচেতা তরুণদের প্রতীক শহীদ আবরার ফাহাদের শাহাদাত দিবস উপলক্ষে ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এ ঘোষণা দেন।
তিনি বলেন, আবরার ফাহাদের শাহাদাত শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি জাতীয় আত্মমর্যাদা এবং স্বাধীন চিন্তার প্রতিরোধের প্রতীক। তিনি তরুণ প্রজন্মকে আহ্বান জানান— যেন বিদেশি শক্তির কোনো ধরনের আধিপত্য, প্রভাব বা অন্যায়ের কাছে কখনো মাথানত না করে।
ডাকসু নেতার আহ্বান, দেশব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ৭ অক্টোবর পালন করে নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ জাগ্রত করতে হবে।
বিবৃতিতে শহীদ আবরার ফাহাদকে ‘জাতীয় ঐক্যের প্রেরণার বাতিঘর’ উল্লেখ করে বলা হয়, তার আত্মত্যাগ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলেছে।
