আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে হংকং জাতীয় ফুটবল দল। সোমবার (৭ অক্টোবর) রাত পৌঁনে ১টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দলটিতে রয়েছেন ২৫ জন ফুটবলার ও ১২ জন কর্মকর্তা, মোট ৩৭ সদস্যের একটি বহর। এদের মধ্যে ১৩ জন খেলোয়াড় চীনের লিগে খেলে থাকেন।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উত্তরার এপিবিএন মাঠে অনুশীলনে নামবে অতিথি দলটি। আগামীকাল বুধবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগের দিন শেষ অনুশীলন করবে হংকং।
আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। এরপর ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে নিজ দেশে ফিরবে হংকং দল।
