সুইডেনের পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ অভিযোগ করেছেন, আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের আটক করেছে।
নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্টে গ্রেটা জানান, ইসরায়েল বেআইনিভাবে আন্তর্জাতিক জলসীমায় তাদের আটক করেছে এবং কারাগারে অমানবিক আচরণ করা হয়েছে। তবে তিনি সতর্ক করেছেন, এই ঘটনায় বিশ্বের দৃষ্টি গাজার আগ্রাসন থেকে সরিয়ে নেওয়া যাবে না।
গ্রেটা থুনবার্গ বলেন, “মূল ঘটনায় আমরা কেন্দ্রবিন্দু নই, বরং হাজার হাজার ফিলিস্তিনি বন্দি। যারা বিনা বিচারে কারাগারে বন্দি, তাদের কথা মনে রাখা জরুরি।”
তিনি আরও বলেন, ইসরায়েলের অবৈধ দখল ও আগ্রাসন সমালোচনা করে, “নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রতিষ্ঠাই সুমুদ ফ্লোটিলার লক্ষ্য। শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক আইন মেনে কাজ করার চেষ্টা করেছি, তবুও তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।”
এর আগে গত সপ্তাহে গাজার ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা আটক করে ইসরায়েল ১৭০ জন ফিলিস্তিনপন্থি কর্মীকে গ্রেফতার করেছিল। পরে তাদের গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়। এই তালিকায় ছিলেন গ্রেটা থুনবার্গ। অন্যান্য নাগরিকদের মধ্যে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও কর্মীরা ছিলেন।
