চাঁ'দা'বা'জি ইস্যুতে বিএনপির পারসেপশন তৈরি হচ্ছে — রুমিন ফারহানা

চাঁ’দা’বা’জি ইস্যুতে বিএনপির পারসেপশন তৈরি হচ্ছে — রুমিন ফারহানা

রাজনীতি

বিএনপিকে কেন্দ্র করে দেশজোড়া চাঁদাবাজি অভিযোগ প্রসঙ্গ তুলে ধরে বস্তুত সরকারের কৌশল হিসেবে পারসেপশন তৈরি করা হচ্ছে — এমন দাবি উঠেছে বিএনপির সহ‑আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা-র মুখে। সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে জনমনে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক ধারণা গড়ে তোলার চেষ্টা করছে।

রুমিন ফারহানা জানান, বহিষ্কৃত প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীর সবকিছুই চাঁদাবাজির কারণে নয় — দলের শৃঙ্খলা ভঙ্গ, নির্দেশ না মানা ইত্যাদি কারণে অনেকেই স্থগিত বা বহিষ্কৃত হয়েছেন। তিনি বলেন, ‘‘ফৌজদারি অপরাধে দায়ী হলে আইনের প্রয়োগ সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত; বিএনপি এ বিষয়ে কখনও কোনো প্রয়োজনীয় আইনি সহায়তা দাবি করেনি।’’

তিনি আরও যুক্ত করেন, দেশের কোনো অপরাধ নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। যদি বিএনপি ক্ষমতায় থাকতেও নিজস্ব নেতাকর্মীদের অপরাধে নির্বিকার হয়ে থাকত, তা হলেও বিএনপি‑কে অভিযোগের লক্ষ্য করা যেত; কিন্তু বর্তমানে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি — তার কথায় বিএনপি কখনও আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কাজে বাধা দেয়নি।

রুমিনের মতে, তবে সরকারের অবহেলার কারণে জনগণের দৃষ্টিতে ‘বিএনপি = চাঁদাবাজি’ এমন ধারণা তৈরির কাজ চলছে। তিনি বলেন, ‘‘পলিটিক্সে পারসেপশনের খুবই গুরুত্ব আছে — সরকার চায় এমন একটি ইমেজ প্রচারিত হোক যে বিএনপি চাঁদাবাজি করে। তাই তারা চাঁদাবাজদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেয় না।’’

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বট‑আইডি ব্যবহার করে বিএনপির চরিত্রহাননের কথাও উল্লেখ করেন রুমিন। তিনি বলেন, ‘‘শত শত বট আইডি দিয়ে প্রচারণা চালানো হচ্ছে — এটি বিএনপি করতে পারে নাই; যদি এমন হয়ে থাকে, আমরা সেটাকে ব্যর্থতা হিসেবে দেখব।’’

বিএনপি ক্ষমতায় এলে এসব অপরাধের বিরুদ্ধে জিরো‑টলারেন্স নীতি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুমিন। এছাড়া দলীয় নেতার নির্দেশনা অনুযায়ী, অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।