প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শুধু আলোচনার জন্য নয়, বরং নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই নির্বাচন কমিশনকে আরও সমৃদ্ধ ও কার্যকর করতে চায় ইসি।
৭৩ বছর বয়সে এসে তাঁর আর কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই উল্লেখ করে সিইসি বলেন,
“দেশের জন্য কিছু করার এটাই আমার শেষ সুযোগ।”
মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সিইসি জানান, রাজনীতিকদের ঐকমত্য নিয়ে পরে আলাদা আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে ২১ লাখ ৩০ হাজার মৃত ভোটারকে বাদ দিয়েছে, এবং ৩৫ লাখ নতুন যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করেছে।
এছাড়া, নারী ও পুরুষ ভোটারের মধ্যে ৩০ লাখ পার্থক্য কমে এসেছে, যা একটি ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করেন তিনি।
সিইসি নাসির উদ্দিন বলেন, “ইসি বর্তমানে নানা নতুন উদ্যোগ নিচ্ছে, তবে এর সঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জও আসছে। আমরা সব দিক থেকেই নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে কাজ করছি।”
