সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, নতুন পে স্কেল প্রণয়নের কাজ চলছে, পাশাপাশি সরকার বকেয়া ভর্তুকির অর্থ পরিশোধ করছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এসব তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “অর্থনীতি এখন তুলনামূলক স্বস্তিতে আছে, তবে দারিদ্র্য বিমোচন, খাদ্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্থিতি রক্ষায় কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকার খাদ্যমূল্যস্ফীতি কমাতে কাজ করছে।”
এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন করে গম ও চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার ভাষায়, “আমরা আগে থেকেই খাদ্যশস্যের রিজার্ভ নিশ্চিত করছি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চাল, গম, লবণ ও পেঁয়াজের সংকট না হয়।”
ড. সালেহউদ্দিন আরও বলেন, দেশে বর্তমানে চালের কোনো সংকট নেই, তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা অর্থনৈতিকভাবে নিরাপদ।
এ ছাড়া খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমও পুনরায় চালু করা হয়েছে।
তিনি আরও জানান, আসন্ন বিদেশ সফরটি মূলত একটি ফলো-আপ বৈঠক, যেখানে নতুন কোনো বিষয় আলোচনার এজেন্ডায় নেই।
