ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে যাত্রীবাহী বাস চাপা, ১৮ জন নি'হ'ত

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে যাত্রীবাহী বাস চাপা, ১৮ জন নি’হ’ত

আন্তর্জাতিক

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে স্থানীয় সময় রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাটে এই দুর্ঘটনা ঘটে।

প্রায় ৩০–৩৫ যাত্রী বহনকারী একটি বাস হরিয়ানা থেকে বিলাসপুরের ঘুমারউইনের পথে যাচ্ছিল। তখন ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পুরো বাসটিকে ঢেকে দেয়। দুর্ঘটনাস্থলে অনেক যাত্রীর মৃত্যু ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “বিলাসপুর হিমাচল প্রদেশে দুর্ঘটনার কারণে প্রাণহানির খবর শোনার পর দুঃখিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

উল্লেখ্য, ভারী বর্ষণের কারণে শেষ কয়েক দিনে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে।