রাজধানীতে টাইফয়েড প্রতিরোধে বড় উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রায় ১৩ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সংস্থাটি।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। এই সময়ে ডিএনসিসি এলাকায় প্রায় ১৩ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।
ইমরুল কায়েস আরও জানান, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় ডিএনসিসি ইতোমধ্যে বিভিন্ন প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, ডেঙ্গু রোগীর সঠিক তথ্যের জন্য ডিএনসিসির প্রতিনিধিরা প্রতিটি হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
ডিএনসিসি জানিয়েছে, টিকাদান কর্মসূচি সফল করতে ওয়ার্ড পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে প্রচারণা এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।