অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তিনি সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন। ফেসবুক পোস্ট এবং দৃশ্যমাধ্যমে শিল্পী সমাজের ব্যানারে রাজপথেও দাঁড়িয়েছিলেন বাঁধন।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বাঁধন বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরে দেশের অনেক পট পরিবর্তন হলেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি উল্লেখ করেন, দেশে মব কালচার, নারীর প্রতি বিদ্বেষ এবং আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। ভাস্কর্য ও স্থাপনা ভাঙার ঘটনা, মাজারে আঘাত এবং সামাজিক বৈষম্য তাঁকে হতাশ করেছে।
বাঁধন বলেন, “জুলাইয়ে যারা রাজপথে ছিলাম, আমি চাইতাম সাম্যের বাংলাদেশ, মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য। কিন্তু আমাদের প্রত্যাশা হয়তো বেশি ছিল। দুর্নীতিগ্রস্ত সমাজে ভালো কাজ করা সহজ নয়। সরকারের পারফরম্যান্স আমাকে হতাশ করেছে।”
তিনি আরও বলেন, দেশের ডানপন্থা রাজনীতির উত্থান এবং নারীদের প্রতি বৈষম্য বাড়ছে। বাঁধন এ ধরনের সীমাবদ্ধতা একেবারেই মানেন না এবং সম্পূর্ণ স্বাধীনতা ও প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে চান। “বিপ্লবটাই সেই আশাতেই করেছি,” তিনি বলেন।