বিএনপি স্থায়ী কমিটির আমীর খসরু: ঐকমত্যে থাকা জরুরি, প্রার্থী নির্ধারণ দলের সিদ্ধান্ত

বিএনপি স্থায়ী কমিটির আমীর খসরু: ঐকমত্যে থাকা জরুরি, প্রার্থী নির্ধারণ দলের সিদ্ধান্ত

জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ নেই। যেটুকু ঐকমত্য হয়েছে, ততটুকুর মধ্যেই থাকতে হবে।” বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, প্রত্যেক দলের নিজস্ব কিছু অধিকার আছে। যারা আগে বিএনপির সঙ্গে জোটে ছিল, তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতে পারে বা জোটে থাকতে পারে। কাউকে রুল করার মত কোনো ক্ষমতা নেই।

এর আগে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন। বৈঠকে দুই দেশের ভবিষ্যত সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। আমীর খসরু জানান, জার্মানির মনে হচ্ছে, নির্বাচিত সরকার থাকলেই বাংলাদেশে বিনিয়োগ শুরু হবে।

ঐকমত্য প্রসঙ্গে তিনি বলেন, “যতটুকু ঐকমত্য হবে, ততটুকু নিয়ে এগোতে হবে। রাজনীতিবিদদের সব নির্ধারণ করার দায়িত্ব জনগণ কোনো রাজনৈতিক দলকে দেয়নি। বিএনপি বিএনপির মত করে সিদ্ধান্ত নেবে।”