গাজায় যু'দ্ধ'বি'র'তি কার্যকর, ফিলিস্তিনিরা ফিরছে নিজ বাড়িতে

গাজায় যু’দ্ধ’বি’র’তি কার্যকর, ফিলিস্তিনিরা ফিরছে নিজ বাড়িতে

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি হওয়ার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) থেকে গাজার উত্তরে ফিলিস্তিনিরা নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে, দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানের আশা দেখা দিয়েছে। খবর: আল জাজিরা।

টানা দুই বছর ধরে ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দার মধ্যে গত আগস্টে ৭ লাখ ফিলিস্তিনি শহর ছেড়ে পড়েছিলেন। যুদ্ধবিরতির চুক্তিটি মিশরের শারম আল-শেখে সম্পন্ন হয়, যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনা প্রত্যাহারের ৭২ ঘণ্টার মধ্যে বাকি সকল জিম্মি এবং প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন। হামাসকে সোমবার দুপুর ১২টার মধ্যে স্থানীয় সময়ে বন্দিদের মুক্তি দিতে হবে।

গাজার দক্ষিণের খান ইউনিসের ৩২ বছর বয়সী আমির আবু ইয়াদে বলেন, “ঘরে ফিরতে পারার জন্য আল্লাহর শোকর করি, যদিও আমরা ক্ষত ও বেদনায় ভরা।” ৫৩ বছর বয়সী আরিজ আবু সাদেহ বলেন, “যুদ্ধবিরতির মধ্যেও আনন্দ আছে—we আমরা ঘরে ফিরছি, যদিও এক ছেলে ও এক মেয়ে হারিয়েছি।”

৩৯ বছর বয়সী মোহাম্মদ মরতাজার আশা করছেন গাজা সিটিতে তার বাড়ি অক্ষত থাকবে। তবে সীমান্তবর্তী এলাকায় সম্পূর্ণ নিরাপত্তা না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, “এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, আরব-মুসলিম সম্প্রদায় ও বিশ্ববাসীর জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি হামলায় অন্তত ৬৭,১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২০ হাজারের বেশি শিশু। জিম্মি করা ২৫১ ব্যক্তির মধ্যে ৪৭ জন এখনও আটক।