নির্বাচন নিয়ে প্রশাসনে অস্থিরতা: পরওয়ারের সতর্কবার্তা

নির্বাচন নিয়ে প্রশাসনে অস্থিরতা: পরওয়ারের সতর্কবার্তা

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে নির্বাচনের আগে প্রশাসনের বিভিন্ন স্তরে অস্থিরতা বেড়েছে। তাঁর দাবি, কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের অংশ বিশেষ গোপনে চক্রান্ত করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি করেন।

তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা বন্ধ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে মনোযোগী হতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর পরবর্তী লড়াই দুর্নীতির বিরুদ্ধে। ইসলামী শক্তিকে সংসদে নিতে জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি জানান, ক্ষমতায় গেলে জামায়াত শিক্ষা ব্যবস্থা সংস্কার, দুর্নীতিবিরোধী অভিযান এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে উদ্যোগ নেবে। পাশাপাশি কোরআনভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন তিনি।

তিনি দাবি করেন, ইসলামী দলগুলোর মধ্যে ইতোমধ্যে ঐক্য তৈরি হয়েছে, এবং এই ঐক্য বজায় থাকলে অন্য দলগুলো টিকতে পারবে না। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে দলের নেতারা কোনো সরকারি প্লট, গাড়ি বা বাড়ি গ্রহণ করবেন না।

আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় নেতারা।