মালয়েশিয়ায় অবৈধ বসবাসের অভিযোগে ২৬ অভিবাসী আ'ট'ক

মালয়েশিয়ায় অবৈধ বসবাসের অভিযোগে ২৬ অভিবাসী আ’ট’ক

প্রবাস

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৬ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার (১১ অক্টোবর) ভোরে উলু ক্লাংয়ের জালান পেরমাতা এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালিয়ে ৩৯ জন বিদেশি ও স্থানীয় নাগরিক যাচাই করা হয়।

আটকদের মধ্যে ১৮ জন ইন্দোনেশীয়, ৩ জন বাংলাদেশি এবং ৫ জন নেপালি রয়েছেন। ইমিগ্রেশন আইনের ১৯৫৯/৬৩-এর ১৫(১)(সি) ও ৬(১)(সি) ধারায় তাদের আটক করা হয়েছে।

অভিযানের সময় ইন্দোনেশিয়ার এক নারী অভিবাসী জানিয়েছেন, দেশে ফেরার টাকাও নেই। তিনি বলেন, “দেশে কাজ পাওয়া কঠিন। কয়েক বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় এসেছিলাম। মাসে প্রায় ১৪০০ রিঙ্গিত আয় করি, এর মধ্যে ৫০০ থেকে ৬০০ রিঙ্গিত দেশে পাঠাই, কিন্তু ফেরার জন্য যথেষ্ট টাকা নেই।”

খাত সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে থাকা অভিবাসীরা মানবিক ঝুঁকি, স্বাস্থ্য ও নিরাপত্তার সমস্যায় পড়ছেন। পুনর্বাসন বা দেশে ফেরাতে সহানুভূতিশীল উদ্যোগ জরুরি।