বেসরকারি এমপিও শিক্ষক সরালো পুলিশ, শহীদ মিনারে চলছে অবস্থান

বেসরকারি এমপিও শিক্ষক সরালো পুলিশ, শহীদ মিনারে চলছে অবস্থান

জাতীয়

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এর ফলে প্রেসক্লাব ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার দুপুর সোয়া ২টার দিকে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষক নেতাদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে আন্দোলনকারীরা প্রেসক্লাব এলাকা ছাড়িয়ে শহীদ মিনারের দিকে চলে যান।

এর পরপরই পল্টন থেকে কদম ফোয়ারা মুখী সড়ক উন্মুক্ত হয়ে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

এর আগে দুপুরে শিক্ষক নেতারা প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মিছিলসহ আন্দোলনকারীদের একটি অংশ সেখানে যায়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, জনদুর্ভোগ এড়াতে কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারেই চলবে। তিনি বলেন, “প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”