শবনম ফারিয়া হানিমুনে: শ্রীলঙ্কা ও মালদ্বীপে রোমান্টিক সফর

শবনম ফারিয়া হানিমুনে: শ্রীলঙ্কা ও মালদ্বীপে রোমান্টিক সফর

বিনোদন

আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি বিয়ে করেছেন। ১৯ সেপ্টেম্বর ঢাকার কাছে মাদানী অ্যাভিনিউয়ে মসজিদ আল মুস্তাফা-তে খেজুর ছিটিয়ে এবং নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ের পর এ মাসের শুরুতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে গিয়েছেন নবদম্পতি। সেখানে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো শবনম ফারিয়া নিজের ফেসবুক পেজে ভাগ করেছেন।

শ্রীলঙ্কা থেকে একটি ছবি পোস্ট করার পর নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠার পর, পরবর্তী পোস্টে তিনি মালদ্বীপের সাগরের পাশে ডলফিন ক্রুজের অভিজ্ঞতা শেয়ার করেন। পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, “আমি একেবারেই ঠান্ডা ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে জীবনের প্রতিটি পছন্দ নিয়ে প্রশ্ন তুলছিলাম। তাই সকাল ৬টায় ডলফিন ক্রুজের জন্য ঘুম থেকে উঠেছিলাম… তারপর প্রায় ডজন খানেক ডলফিন দেখলাম এবং তাৎক্ষণিকভাবে সব মাফ করে দিলাম।”

হানিমুনের পুরো সময়কাল শ্রীলঙ্কা ঘুরে তারপর মালদ্বীপে কাটানো হবে। শবনম ফারিয়ার হানিমুনের ছবি ও অভিজ্ঞতা নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।