সাভারের আশুলিয়ায় অ'গ্নি'কা'ণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই

সাভারের আশুলিয়ায় অ’গ্নি’কা’ণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই

ঢাকা দেশ জুড়ে

সাভারের আশুলিয়ার জিরানীবাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) মধ্যরাতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা।

পরবর্তীতে খবর পেয়ে ডিইপিজেড ও কাশিমপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।