গাজার পাশে মানবিক সহায়তার জন্য মিশরে বাংলাদেশি যুবক নাছির উদ্দিন

গাজার পাশে মানবিক সহায়তার জন্য মিশরে বাংলাদেশি যুবক নাছির উদ্দিন

প্রবাস

হামাস–ইসরায়েল যুদ্ধবিরতির পর গাজার জন্য রওয়ানা দিয়েছেন বাংলাদেশি প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। তিনি মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রমে অংশ নিতে বর্তমানে মিশরে অবস্থান করছেন।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নিবন্ধিত ‘আশ ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে কাজ করছেন। ২০২৩ সাল থেকে তিনি ফিলিস্তিনে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছেন।

নাছির উদ্দিন ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বিমানবন্দর থেকে শারজাহ হয়ে ১০ সেপ্টেম্বর কায়রো পৌঁছান। কায়রোতে থাকা অবস্থায় তিনি বলেন, “গাজার মানুষের পাশে থাকার অঙ্গীকার আমরা ২০২৩ সাল থেকে পালন করছি। এবার আমার একান্ত ইচ্ছা সশরীরে মসজিদুল আকসার ভূমিতে গিয়ে সহায়তা প্রদান করা।”

তিনি আরও বলেন, “গাজার মানুষকে সরাসরি সাহায্য করতে না পারলে মিশর থেকে ট্রাকে ত্রাণ পাঠানো হবে। আশ ফাউন্ডেশন স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম বাস্তবায়ন করবে।”

নাছির উদ্দিনের মানবিক অভিজ্ঞতা রয়েছে রোহিঙ্গা ক্যাম্প, তুরস্ক, মরক্কো, নেপাল ও আফগানিস্তানে। তিনি বিশ্বাস করেন, এই সংকটময় সময়ে সরাসরি উপস্থিত হয়ে কাজ করাই সবচেয়ে কার্যকর।