“আমাকে বাঁচান”—লাইভে কান্নায় ভাঙলেন অভিনেত্রী সানজিদা রিন্টু

“আমাকে বাঁচান”—লাইভে কান্নায় ভাঙলেন অভিনেত্রী সানজিদা রিন্টু

বিনোদন

ছোট পর্দার অভিনেত্রী সানজিদা রিন্টু ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে সাহায্য চান। লাইভে তিনি বলেন, “আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান।” রবিবার সন্ধ্যায় করা সেই লাইভটি পরে তিনি মুছে দেন।

লাইভ ভিডিওতে দেখা যায়, ঘরের জিনিসপত্র ভাঙচুর করা অবস্থায় ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। কাঁচের টুকরো আর ভাঙা আসবাবপত্রও ফুটে ওঠে ভিডিওতে। পাশে বসে ছিলেন তাঁর স্বামী। তবে রিন্টুর দাবি, তিনি তাকে আগেই ডিভোর্স দিয়েছেন।

কান্নারত অবস্থায় অভিনেত্রী বলেন, “গত মাসে আমাকে তালাক দিয়েছে, তারপরেও এই বাড়ি থেকে যাচ্ছে না। আমাকে মারধর করছে, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। আমি ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে আছি।”

স্বামীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে রিন্টু আরও বলেন, “ওরা চায় আমি ইনকাম করে আনবো, আর তারা আমার আয়ে থাকবে। এরপরও আমাকে নির্যাতন করে। দেখেন আমাকে মেরে কী করেছে।”

লাইভে তিনি নিজের হাতে আঘাতের দাগও দেখানোর চেষ্টা করেন। তবে সেটি স্পষ্ট বোঝা যায়নি। এসময় স্বামীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ করতে গেলে স্বামী এগিয়ে এসে ফোন কেড়ে নেন এবং লাইভটি বন্ধ হয়ে যায়। সানজিদা রিন্টু কিছু নাটকে অভিনয় করলেও এখনও বিশেষ আলোচনায় আসেননি।