নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীকের বিকল্প বেছে না নিলে কমিশন নিজ উদ্যোগে তাদের জন্য নতুন প্রতীক নির্ধারণ করবে।
মঙ্গলবার দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “শাপলা প্রতীকের তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার কোনো সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে তারা বিকল্প প্রতীক নির্বাচন করে কমিশনকে জানাবে। না হলে আমরা নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন প্রদান করব।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, কমিশন মনে করে শাপলা প্রতীকের অন্তর্ভুক্তির প্রয়োজন নেই। এর আগে ইসি ৫০টি বৈধ প্রতীক থেকে তাদের পছন্দের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি প্রেরণ করেছিল। তবে এনসিপি জানিয়েছে, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নিতে আগ্রহী নয়।
