কার্যক্রম নিষিদ্ধ জামায়াতে ইসলামী এখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ ও দৌড়ঝাঁপ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ তোলেন। কোরআন অবমাননা ও রাসুল (স.) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বিএনপির এই অঙ্গসংগঠন সভাটি আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যেই নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। জনগণের মনে প্রশ্ন উঠেছে—শর্ত দিয়ে দেশে কোনো বিশৃঙ্খলা তৈরির মাস্টারপ্ল্যান কি তাদের আছে?
তিনি আরও বলেন, ‘জামায়াত সবসময় আওয়ামী লীগের লেজ ধরে চলতে চায়। এখনো কেন যেন আওয়ামী লীগের ভোট নিতে কৌশল করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে।’
