চীনের হাংঝো শহরে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে একটি উদ্যমপূর্ণ পিকনিক ও নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দেশের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি কমিউনিটি সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটি হাংঝোর উদ্যোগে ঝেচিয়াং প্রদেশের রাজধানী হাংঝো শহরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধান করেন ড. ফারুক পিয়াস, মো. মাজহারুল ইসলাম, শাহিনুর রহমান, ওয়াসেল হাসান এবং শরীফ মন্ডল সহ অন্যান্য কমিউনিটি সদস্যরা।
নবীন ও পুরাতন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন স্থাপনের উদ্দেশ্যে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সঙ্গে পরিচিত হয়েছেন এবং আনন্দঘন সময় কাটিয়েছেন। সাংগীতিক আয়োজন অনুষ্ঠানকে করেছে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
নতুন শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়, যা তাদের জন্য একটি হৃদয়গ্রাহী ও স্মরণীয় মুহূর্তে পরিণত হয়। উপস্থিত শিক্ষার্থীরা মন্তব্য করেছেন, এই ধরনের আয়োজন বিদেশে তাদের পড়াশোনা ও জীবনযাপনে খাপ খাইয়ে নিতে এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক।
কমিউনিটি নেতারা জানান, এ ধরনের অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং বিদেশে অবস্থানকারী বাংলাদেশি তরুণ-তরুণীদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
