জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্ট জানিয়েছে, আদেশ জারি ও নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ অবস্থান ব্যক্ত করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য ও ন্যারেটিভ এতে অন্তর্ভুক্ত হয়নি এবং পুরো বিষয়টি রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি।
তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখার পরই আমরা স্বাক্ষর দেব। গণমানুষের দাবি পূরণ না হলে জুলাই সনদ স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণার সমান।”
এনসিপির তিন শর্ত:
-
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্ন চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।
-
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জারি করবেন।
-
গণভোটে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে নোট অব ডিসেন্টের কোনো কার্যকরিতা থাকবে না। নির্বাচিত সংসদ গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করবে এবং সংশোধিত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান, ২০২৬।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া আবশ্যক। আমাদের কার্যক্রম ইসির জন্য এখন আটকে রয়েছে।”
