ভারতের ত্রিপুরা রাজ্যে গণপিটুনিতে সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তিন যুবকের মৃত্যু ঘটেছে। এই তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মিডিয়া সেল।
নিহতরা হলেন:
-
বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া,
-
একই গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া,
-
আলীনগর এলাকার আরসব উল্লার ছেলে জুয়েল মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তারা গোপনে পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে গিয়েছিলেন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের সময় তাদের পিটিয়ে হত্যা করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিহতদের বাড়িতে গেলে পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ দেখা যায়। পরিবারের সদস্যরা জানান, মোবাইল ফোনে সর্বশেষ কয়েক দিন আগে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া গিয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “দুই-তিন দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার তিন যুবক ত্রিপুরার খোয়াই থানার কারেঙ্গিছড়া এলাকায় গোপনে প্রবেশ করেন। পরে তারা আর ফিরে আসেননি। ভারতে স্থানীয়দের পিটুনিতে তাদের মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা প্রশাসন ও সরকারের কাছে ন্যায্য ব্যবস্থা গ্রহণের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।
