আগামী ২৬-২৮ অক্টোবর আসিয়ান সম্মেলনকে সামনে রেখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গৃহহীনদের স্থানান্তর অভিযান চালানো হচ্ছে। ফেডারেল টেরিটরিজ সমাজকল্যাণ দফতরের তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘কেএল স্ট্রাইক ফোর্স অ্যাক্টিভিটি’ অভিযানে এখন পর্যন্ত ৫৪৫ জন গৃহহীনকে সরানো হয়েছে, যার মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিক।
শহরের পরিচিত গৃহহীন এলাকা—বুকিত বিনতাং, মসজিদ জামেক ও জালান তুয়ানকু আবদুল রহমান—আসিয়ান সম্মেলনের কেন্দ্র কুয়ালালামপুর কনভেনশন সেন্টার থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার ভোররাতে পরিচালিত সর্বশেষ অভিযানে ১০১ জন (২৭ জন বিদেশি) গৃহহীনকে ‘উদ্ধার’ করে শহরের মেদান তুয়ানকু হোমলেস ট্রানজিট সেন্টারে নেওয়া হয়েছে।
ফেডারেল টেরিটরিজ সমাজকল্যাণ দফরের পরিচালক চে সামসুজুকি চে নোহ বলেন, এই অভিযানের লক্ষ্য হলো পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ তৈরি করা এবং আন্তর্জাতিক অতিথিদের চোখে দেশের ভাবমূর্তি রক্ষা করা। তবে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ করেছেন, এ ধরনের অভিযান মূল সামাজিক সমস্যার সমাধান নয়, কেবল প্রদর্শনমূলক উদ্যোগ।
স্থানীয় স্যুপ কিচেন সংস্থার প্রতিনিধি জাস্টিন চিয়া বলেন, মানুষদের এক এলাকা থেকে অন্য এলাকায় সরানো স্থায়ী সমাধান নয়। টেকসই সমাধানের জন্য প্রয়োজন বাসস্থান, কল্যাণমূলক সহায়তা, কর্মসংস্থান এবং সামাজিক সেবার সহজপ্রাপ্যতা।
আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, চীনের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ১৬ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
কুয়ালালামপুর সিটি হলের ২০১৬ সালের জরিপে রাজধানীতে প্রায় ১,৫০০ গৃহহীন ছিল। তবে বেসরকারি সংস্থাগুলোর অনুমান, বর্তমানে এই সংখ্যা ১,৫০০–২,০০০ জনের মধ্যে পৌঁছেছে।
