ভোটের মাঠে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ থাকবে

ভোটের মাঠে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ থাকবে

জাতীয়

দেশে জাতীয় নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বৃহৎ পরিসরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
তার ভাষ্যমতে—

  • ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে,

  • দেড় লাখ পুলিশ সদস্য মাঠে কাজ করবে,

  • আর সাড়ে ৫ লাখ আনসার সদস্য ভোটের দিন সারাদেশে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে সমন্বয় জোরদার করা।

সম্প্রতি লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে ইসি সচিব বলেন, মোট লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার হয়েছে, বাকি অংশ উদ্ধার কাজ চলমান।

তবে তিনি জানান, বৈঠকে দেশের সাম্প্রতিক বড় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি।