প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার রোধ করতে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ ও কার্যকর কৌশল।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ইটিআইতে আয়োজিত একটি কর্মশালায় তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যেই এআই অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কৌশল নির্ধারণ শুরু করেছে। তিনি বলেন, “এআই-এর অপব্যবহার শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। নির্বাচনের সময় কীভাবে এবং কে অপতথ্য রোধ করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দূর্গম এলাকায় এ সমস্যা মোকাবিলার পরিকল্পনাও থাকতে হবে।”
সিইসি আরও জানান, অপতথ্য রোধে একটি বিশেষ সেল গঠন করা হবে। এবারের নির্বাচন কমিশন বিশেষভাবে নজর রাখছে এআই অপব্যবহারের ওপর। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
