বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনীতি টিকবে না: আমীর খসরু

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনীতি টিকবে না: আমীর খসরু

রাজনীতি

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত না হলে দেশের টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া কোনো অর্থনৈতিক সংস্কারই কার্যকর হবে না। বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিক প্রভাবমুক্ত করে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “আমরা যখন সরকারে ছিলাম, তখন বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনৈতিক নিয়োগ দিইনি। ব্যাংকিং ডিভিশনও বন্ধ করে দিয়েছিলাম, কারণ এর প্রয়োজন ছিল না। কিন্তু পরে সেটি ফেরত এনে নানা জটিলতা সৃষ্টি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে ব্যাংকগুলো শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম লোন দিচ্ছে, যার ফলে খেলাপি ঋণ বাড়ছে। ক্যাপিটাল মার্কেট উন্নয়ন ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কোনো সংস্কারই সফল হবে না।”

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, “অর্থনীতিকে ক্যাশলেস সোসাইটির দিকে নিয়ে যেতে হবে। এজন্য মনেটারি ও ফিসক্যাল পলিসির মধ্যে সমন্বয় দরকার। অটোমেশন করলে স্বচ্ছতা বাড়বে।”

তিনি আরও জানান, “১৮ মাসে ১ কোটি চাকরি সৃষ্টি করা সম্ভব, যদি আইটি, দেশি-বিদেশি বিনিয়োগ ও প্রবাসী কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হয়। অর্থনৈতিক সংস্কারে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে।”