৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে, সোমবার (২০ অক্টোবর) সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। ওই রাতেই সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ ফ্ল্যাটে মারা যান সালমান শাহ। প্রথমে এটি অপমৃত্যু মামলা হিসেবে নেওয়া হয়। কিন্তু সালমানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে হত্যা করা হয়েছে।
পরে একাধিক তদন্তে আত্মহত্যা হিসেবে মত দিলেও সালমান শাহর পরিবার এতে আপত্তি জানায় এবং মামলাটি পুনরায় তদন্তের দাবি তোলে।
সর্বশেষ ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে আদালত আসামিদের অব্যাহতি দেন। কিন্তু সালমান শাহর পরিবার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করে, যা গ্রহণ করা হয় ২০২২ সালের ১২ জুন।
সম্প্রতি রিভিশন শুনানি শেষে আদালত আবারও অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এখন মামলার তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে।
