অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

রাজনীতি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত দলটির যেসব ভুল হয়েছে, তার জন্য তারা ক্ষমা প্রার্থনা করছে।

ডা. শফিকুর রহমান বলেন, “যেখানে এবং যেভাবে আমাদের কারণে কষ্ট হয়েছে, আমরা বিনাশর্তে ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনা আমি কমপক্ষে তিনবার করেছি। আমাদের পূর্ববর্তী আমিররা—অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী—ও ক্ষমা চেয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা বলব ভুল করি নাই—কিন্তু ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক হলেও একটি বেঠিক সিদ্ধান্ত জাতির ক্ষতি করতে পারে। সেই ক্ষেত্রে আমি কোনো দ্বিধা ছাড়াই ক্ষমা চাইব। যদি আমার কোনো সিদ্ধান্ত জাতির জন্য ক্ষতিকর হয়ে থাকে, আমি সেজন্য ক্ষমা চাইছি।”

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট করা প্রয়োজন। ফেব্রুয়ারিতে রোজার আগে কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষা করা হবে এবং তারা নির্বিঘ্নে জীবন যাপন করতে পারবেন।”