ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (২৫ অক্টোবর) রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। এ হামলার সময় শহরের বিভিন্ন ভবন ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, রাজধানীতে বিস্ফোরণ ঘটেছে এবং শহরটি বর্তমানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেসনিয়ানস্কি ও দারনিতস্কির অনাবাসিক এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, ডিনিপ্রোভস্কিতেও ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন মানুষ আহত হয়েছেন, যদিও সঠিক সংখ্যাটি এখনও নিশ্চিত করা যায়নি।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের এই হামলা শীতের ঠিক আগে চালানো হয়েছে, যা যুদ্ধকৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। এর আগে ইউক্রেন ইতিমধ্যে যুদ্ধের মধ্যেই তিনটি শীত পার করেছে।
এর আগে শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মিত্রদের কাছে কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার জ্বালানি খাতে, যা রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্য রাখে।
