নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ট্রলির উল্টে যাওয়ায় দুই ব্যবসায়ী নি'হ'ত

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ট্রলির উল্টে যাওয়ায় দুই ব্যবসায়ী নি’হ’ত

দেশ জুড়ে রাজশাহী

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি ট্রলি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ঘটনাটি ঘটে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট থেকে জয়পুরহাটগামী ছিলেন কয়েকজন গরুব্যবসায়ী। পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধানক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী মাসুদুর রহমান ও ভুট্টু রহমান প্রাণ হারান। এছাড়া চারজন আহত হন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা আহতদের দ্রুত চিকিৎসার জন্য চেষ্টা চালাচ্ছেন।