বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের জন্য কার্যকরভাবে কাজ করতে পারছেন না। তিনি বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি মাইনাস দেব। মানে শূন্যেরও কম। উনি মাইনাসে পারফর্ম করছেন।”
ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, যারা সরকারের চাটুকারিতা করেন তারা নতুন কিছু বলেন না, কিন্তু বাস্তবে প্রতিদিন ঘটে যাওয়া বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যুক্তি দেখান, বছরে দুইটি মব হওয়া আর ৩৬৫ দিনে ৩৮০টি মব হওয়া এক নয়। তাই তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মকাণ্ডকে ‘মাইনাসে পারফর্মিং’ হিসেবে বর্ণনা করেছেন।
রুমিন ফারহানা আরও বলেন, “শেখ হাসিনার ১৫ বছরের শাসন ও বর্তমান এক বছরের সরকারের পার্থক্য খুব বেশি নয়। যারা প্রধান উপদেষ্টাকে নিয়ে কড়াভাবে সমালোচনা করেন, তাদের ভাষায় তিনি নির্লিপ্ত; দেশে কী হচ্ছে বা দেশ গোল্লায় যাচ্ছে কি না, সে বিষয়ে তার কিছু যায় আসে না। দেশ চালানো কোনো খেলাধুলার বিষয় নয়। এর সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত।”
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা হয়তো দেশের বাইরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। উন্নত দেশে তিনি সম্মানের সঙ্গে থাকবেন, কিন্তু সাধারণ মানুষ যারা বাংলাদেশে জন্মেছেন, তাদের জন্য তার কর্মকাণ্ড স্বস্তিদায়ক নয়। দেশীয় গণমাধ্যমের পরিবর্তে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়াকে তিনি বেশি স্বস্তিদায়ক মনে করেন। অনেক সময় তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে মানুষ বিভিন্ন প্রশ্ন করেছেন।”
রুমিন ফারহানা বলেন, “আওয়ামী লীগের কিছু মানুষ ছাড়া দেশের আপামর জনগণের সমর্থন তার নেই। তিনি বাংলাদেশে বড় পরিবর্তন আনতে পারতেন, কিন্তু সেই সুযোগটি হেলায় হারিয়েছেন।”
