মৌসুমী হামিদ দেশীয় চিকিৎসা ব্যবস্থায় হতাশা প্রকাশ, চাচার প্রয়াণে শোকজ্ঞাপন

মৌসুমী হামিদ দেশীয় চিকিৎসা ব্যবস্থায় হতাশা প্রকাশ, চাচার প্রয়াণে শোকজ্ঞাপন

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি নিজের ফেসবুক প্রোফাইলে এক হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে তিনি নিজের চাচার প্রয়াণের কথা জানিয়ে লিখেছেন, “সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তিকামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে, ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসতেছি। আমরা একসঙ্গেই আবার চিল করব কাকু।”

শেষে তিনি দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল। চিরতরে।”

মৌসুমীর পোস্টে অনেক সহকর্মী শোক জ্ঞাপন করেছেন। অভিনেতা রওনক হাসান এবং আহসান হাবিব নাসিমসহ অনেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।