হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দেশের বিশেষজ্ঞ টিম তদন্তে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় তিনি বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বলেন, চারটি দেশের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখবেন কোথায় কোনো অব্যবস্থা ছিল কি না। যদি তদন্তে কোনো অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক এই অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজে ক্ষয়ক্ষতি ঘটেছে, যা বিমানবন্দর পরিচালনায় শঙ্কা ও উদ্বেগ সৃষ্টি করেছে।
