আজ শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের চালান আসছে। পানামার পতাকাবাহী ‘এমভি নর্স স্ট্রাইড’ নামের জাহাজটি দুপুরে চট্টগ্রাম বহির্বন্দর এসে পৌঁছাবে।
সরকারি জিটুজি (G2G) পদ্ধতির আওতায় আনা এই জাহাজে ৫৭ হাজার মেট্রিক টন গম রয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পর্যায়ে আরও ১ লাখ ৮৬ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
চট্টগ্রাম ও মোংলা বন্দরে গম খালাসের জন্য নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত গম খালাস এবং বিতরণের ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে, যাতে দেশে খাদ্য জোগান নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে পৌঁছানো যায়।
