কক্সবাজারের টেকনাফে নৌপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহরণ করে বন্দি রাখা নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ বাহিনী। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়ার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীরা নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বন্দি করে রেখেছে।
সংবাদ পেয়ে রাত ১১টার দিকে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ দল পাহাড়ে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের আটকের জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া নারী, শিশু ও পুরুষদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা।
