বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত কানাডার একটি শোতে অংশগ্রহণ করতে গিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন। শোয়ের নির্ধারিত সময় থেকে তিন ঘণ্টা দেরি করে আসায় দর্শক এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দর্শকরা দীর্ঘ সময় অপেক্ষার কারণে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, উচ্চমূল্যে টিকিট কিনেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হলো। অনেকে শো-এর উদ্যোক্তাদেরও কাঠগড়ায় তোলেন এবং খারাপ ব্যবস্থাপনার অভিযোগ করেন।
কিছু দর্শক মন্তব্য করেছেন, “টাকা নষ্ট, সময়ের অপচয়,” এবং “কনসার্টের বিজ্ঞাপনে কোথাও উল্লেখ করা হয়নি যে মাধুরী শুধু গান নয়, মাঝে মাঝে গল্পও বলবেন।” এই কারণে শোটি তাদের কাছে ভীষণ হতাশাজনক মনে হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় মাধুরীর শো নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এখনো পর্যন্ত অভিনেত্রী নিজে এই বিতর্কে কোনো প্রতিক্রিয়া দেননি।
