২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ'ত্যু, নতুন শনাক্ত ১১০১ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ’ত্যু, নতুন শনাক্ত ১১০১ জন

জাতীয়

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ৭৩ হাজার ৯২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত এক সপ্তাহে ১৪ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার অনিয়ম ও এডিস মশার বিস্তারের কারণে ডেঙ্গুর সংক্রমণ এখনও উচ্চমাত্রায় রয়েছে।

স্বাস্থ্য বিভাগ নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছে।