কুসুম শিকদার: “প্রতিশ্রুতি রাখতে না পারার ভয়ে অভিনয় থেকে বিরতি”

কুসুম শিকদার: “প্রতিশ্রুতি রাখতে না পারার ভয়ে অভিনয় থেকে বিরতি”

বিনোদন

বাংলাদেশি অভিনেত্রী কুসুম শিকদার নিয়মিত অভিনয় না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। দীর্ঘ সময় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কুসুম এই বিরতির কারণ ব্যাখ্যা করেছেন।

অভিনেত্রী জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে কাজ থেকে দূরে সরে গিয়েছিলেন। কুসুমের মতে, প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে না পারা কেবল নিজের নয়, বরং সবার জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি বলেন, “কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি হয়। আমি মনে করেছিলাম যে, আমি এমন একটি পরিস্থিতির মধ্যে আছি যেখানে হয়তো প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারব না। তাই তখন নিজেকে সাময়িকভাবে কাজ থেকে সরিয়ে নিয়েছি। যদি কখনো পারি, তখন আবার ফিরব।”

এই সাক্ষাৎকারে কুসুম শিকদার স্পষ্ট করেছেন, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এজন্য তিনি কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন।