দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা বর্তমানে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় সমানতালে সাফল্যের শিখরে অবস্থান করছেন। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে ২০২৫ সালে ভারতের সর্বাধিক আয়কারী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।
ভারতের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত চারটি ছবির মাধ্যমে রাশমিকার মোট আয় ছাড়িয়েছে ১২৭৫ কোটি রুপি। এই সংখ্যা অনেক বড় বাজেটের চলচ্চিত্রের আয়কেও ছাড়িয়ে গেছে।
বছরের শুরুতেই মুক্তি পায় ‘ছাওয়া’, যেখানে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। ১৫০ কোটি রুপির বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৮০৭.৮৮ কোটি রুপি। এরপর মার্চে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমাটি তেমন সাফল্য না পেলেও বিশ্বব্যাপী ১৮৫.৫০ কোটি রুপি আয় করে।
জুনে মুক্তি পাওয়া ‘কুবেরা’ সিনেমা ১০০ কোটি বাজেটে নির্মিত হয়ে ভারতে ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি রুপি আয় করে।
সবশেষে দীপাবলিতে মুক্তি পাওয়া ‘থাম্মা’ ছবিটি ১৪০ কোটি বাজেটে নির্মিত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৪৩.৭৫ কোটি রুপি আয় করেছে।
অভিনয়ের পাশাপাশি রাশমিকার জনপ্রিয়তা ও প্রভাব ক্রমেই বাড়ছে। দক্ষিণের পাশাপাশি বলিউডেও তিনি এখন ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিচিত।
