ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ‘অ্যাপোনিয়া’ (Aponia) অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম, অভিযোগে বলা হয়েছে, ২৮,৮০০ টাকার একটি শাড়ি নিয়ে প্রমোশন করা হলেও মূল্য পরিশোধ না করা এবং এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণে তিশাকে প্রতারণার অভিযোগে দায়ী করা হয়েছে।
অভিযোগকর্তা জানিয়েছেন, তিশা এক সময় ফেসবুকে দাবি করেছিলেন, শাড়িটি উদ্যোক্তা তাকে উপহার হিসেবে দিয়েছেন। তবে এর পর মানহানিকর মন্তব্য ও ছলচাতুরিসহ এক লাখ টাকা ক্ষতিপূরণের জন্য আইনি নোটিশ পাঠানো হয়। ২২ অক্টোবর ডাক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিশার কাছে নোটিশ পৌঁছে গেলেও নির্ধারিত সময়ের মধ্যে তিশা কোনও প্রতিক্রিয়া দেননি।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার ১৮ নম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি ৪২০/৪০৬ ধারায় দায়ের করা হয়। মামলা নম্বর ৯৬২/২০২৫। মামলায় আদালত বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে আসামির গ্রেপ্তারি পরোয়ানার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে, এই মামলা সামাজিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
