বাংলাদেশি সুপারস্টার পরীমনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ অবশেষে মুক্তির পথে। সিনেমার প্রচারণা শুরু উপলক্ষে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন পরীমনি। এ সময় তিনি নিজের চরিত্র ও অভিজ্ঞতা নিয়ে কথা বলার পাশাপাশি রহস্যময় কিছু ইঙ্গিত দিয়েও সকলকে অতিরিক্ত প্রশ্ন না করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে পরীমনি জানিয়েছেন, ভক্তদের ইনবক্সে আসা বার্তা দেখে তিনি অত্যন্ত উত্তেজিত। “ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং, যে আপনারা সবাই এই বিষয় নিয়ে এত উচ্ছ্বসিত,” তিনি বলেন।
ছবির প্রচারণা ভক্তদের হাত ধরে শুরু হওয়ায় পরীমনি উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। এটি ভক্তদের হাত ধরে শুরু হওয়ায় আমার জন্য এটি সবচেয়ে দারুণ অনুভূতি।”
পরীমনি আরও বলেন, ‘ডোডোর গল্প’ তার কাছে এক লাইফটাইম এক্সপেরিয়েন্স। ছবির কাজ তিনি প্রায় দুই বছর আগে শেষ করেছেন, তবে সেই স্মৃতি আজও তার জীবনের অংশ। তিনি জানান, “ছবিতে বয়সের একটি যাত্রা দেখানো হয়েছে, টিনেজ বয়স থেকে শুরু করে প্রায় ৫০ বছরের লুক পর্যন্ত। আমি নিজেই আমার এই লুক দেখার জন্য উত্তেজিত।”
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে রহস্যময় ভঙ্গিতে পরীমনি সকলকে বলেন, “প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করবেন না, আমি অনেক কিছু জানাব।”
প্রমোশন ও মুক্তির তারিখের খবরে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং সিনেমা মুক্তির অপেক্ষা শুরু হয়েছে।
